লালপুরে সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি র্যালী ও প্রতিবাদ সভা

- আপডেট সময় : ০৪:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টার ও ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি র্যালী এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার ঐতিহাসিক কড়ইতলা হতে র্যালী বের হয়ে গোপালপুর রেলগেট, বাজার প্রদক্ষিণ করে কড়ইতলায় প্রদিবাদ সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও প্রতিবদ সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদিউর রহমান বদরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী।বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক বাবুল আক্তার, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, লালপুর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া জয়নুল বেনু, এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, লালপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ভদ্র, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন রিপন, গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, হিন্দু -বৌদ্ধ -ঐক্য পরিষদের লালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু সহ অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।