লালপুরে সরকারী দিঘি নিয়ে সংঘর্ষে নিহত-১
- আপডেট সময় : ১১:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে একটি সরকারী দিঘি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মোখলেছ (৫০) নামে একজন নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, লালপুর উপজেলার চংধুপই ইউনিয়নের ঈশ্বর পাড়া এলাকায় সরকারী একটি দিঘি নিয়ে একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার বাদশা গ্রুপের সাথে দিঘিপাড়া এলাকার সাফু মন্ডল গ্রুপের দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে কয়েক বছরে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সম্প্রতি বিরোধপূর্ন জলাশয়ের ধারে বাড়ি নির্মাণ করে মোখলেছ। এ নিয়ে উত্তেজনা আরো বেড়ে যায়।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বাদশা গ্রুপের লোকজন দিঘির পাড়া এলাকার বিরোধপুর্ন জমিতে এলে সাফু মন্ডল গ্রুপের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় হাসুয়ার কোপে সাফু মন্ডলের সমর্থক মোখলেছ ও শাখাওতক গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মখলেছ মারা যায়। এ ঘটনার জেরে প্রতিপক্ষরা হযরত আলীর বাড়ি ঘরে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়।
লালপুর থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় লালপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।