লালপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ২১৪ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা তথ্য অফিসের আয়োজনে লালপুর উপজেলার সভাকক্ষে অনুষ্ঠিত লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামরুজ্জামান, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার সহ উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজসেবী, মহিলা জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ইমাম, পুরোহিত।
অনুষ্ঠানে আলোচকবৃন্দরা করোনা সংক্রমণ রোধ, শিশুর বিকাশ, অটিজম, নিরাপদ মাতৃত্ব, ডেঙ্গি প্রতিরোধ, নারীর অধিকার ও ক্ষমতায়ন, জন্ম নিবন্ধন, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক প্রতিরোধ ও নিরাপদ সড়ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।