লালপুরে মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ
- আপডেট সময় : ০৮:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
লালপুরে মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ
নাটোরে লালপুরে মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে লালপুরে দুই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি ২৪ ঘণ্টা বনাম লালপুর লাইভের মধ্যে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলা দেখার জন্য মাঠে দেখা যায় উৎসুক দর্শকদের ও প্রমিলা দর্শকদেরক। দুই দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফুটবল প্রীতি ম্যাচটি দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। মাঠে উভয় দলের পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রথমার্ধের খেলার ১০ মিনিটের মাথায় লালপুর লাইভ ১ গোল করে এগিয়ে থাকলেও খেলায় সমতা ফেরাতে বিডি২৪ মারিয়া হয়ে উঠে। প্রথমার্ধে খেলায় সমতা ফেরাতে না পরলেও দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের সময় গোল করে খেলায় সমতায় ফিরাতে সক্ষম হয় বিডি লাইভ ২৪ ঘন্টা । উভয় দলের মধ্যে আক্রোমন পাল্টা আক্রোমনের মধ্য দিয়ে খেলা ১-১ গোলে শেষ হয়।
খেলার নির্দিষ্ট সময়ে ১-১ গোলে শেষ হওয়ায় শুরু হয় টাইব্রেকারে উত্তেজনাপূর্ণ লড়াই। ট্রাইব্রেকারে লালপুর লাইভ ৩-২ গোলের ব্যবধানে বিডি২৪ ঘন্টাকে পরাজিত করে।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বিশেষ অতিথি ছিলেন, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান, সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাহীন ইসলাম, সালাহ উদ্দিন, আব্দুর রশিদ মাষ্টার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জামিলুর রহমান, ফারহানুর রহমান, শিমুল আলী, আবু তালেব, ফারহানুর রহমান রবিন, আছিরুল ইসলাম, জামিল হোসেন, সজিবুল ইসলাম রিদয়, সাব্বির হোসেন মিঠু, ফাহিম, মিঠুন প্রমূখ।