সংবাদ শিরোনাম ::
লালপুরে মায়ের উপর অভিমান করে বিষ খাওয়া শিশুর মৃত্যু
এস ইসলাম, লালপুর (নাটোর) সংবাদদাতা:
- আপডেট সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
লালপুরে মায়ের উপর অভিমান করে বিষ খাওয়া শিশুর মৃত্যু
লালপুরে মায়ের ওপর অভিমান করে সাদিয়া খাতুন (১২) নামে এক শিশু বিষপানে আত্মহত্যা করেছে। সাদিয়া উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। রবিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মায়ের সাথে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সাদিয়া। পরে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ১৭ নভেম্বর বিকালে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।