লালপুরে মামলার বাদি কে প্রাণ নাশের হুমকি থানায় জিডি
- আপডেট সময় : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ৩৪২ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে আদালতে মামলা দায়ের করায় এক নারী বাদিকে প্রাণ নাশের হুমকি দিয়েছে আসামী পক্ষ। উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের জাবের আলীর সহধর্মিণী সালমা (৩০) ৪ অক্টোবর নাটোর আমলী আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে প্রাণ নাশের ও মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এব্যাপারে আসামীদের বিরুদ্ধে থানায় একটি জিডি করে সালমা। আসামী হলো উপজেলার বড়বড়িয়ার গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে শুকুর আলী (৩৫) একই গ্রামের মৃত সহরমত আলীর ছেলে কুরবান আলী (৩৭), ছবির ছেলে জুয়েল (৩০) সহ নিজাম উদ্দিনের ছেলে বাদশা(৩২) এদের বিরুদ্ধে নাটোর আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সি,আর মামলা নং-১৯৭/২০২১(লাল)।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে আসামীরা বাদির বাড়ীতে গিয়ে তাঁর স্বামী ও শশুড় সহ তাকে পারপিট করে প্রাণ নাশের হুমকি দিয়ে গরু বিক্রয় করা ৫৫ হাজার টাকা লুট করে এবং বাদি সালমাকে ধর্ষণের চেষ্টা করে। পরে তারা চিৎকার করলে টাকা নিয়ে আসামীরা চলে যায়। বিষয়টি আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
মামলার আসামি শুকুর আলী বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা করেছে।
এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।