লালপুরে মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- আপডেট সময় : ১২:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
লালপুরে মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
নাটোরের লালপুরে মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় A.C.K.S ফুটবল একাডেমি, বাঘা একাদশ নওপাড়া ফ্রেন্ড সার্কেল ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, মরহুম ফজলুর রহমান পটলের সুযোগ্য সন্তান ডিএমসির সাবেক ভিপি লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ ইয়াসির আরশাদ রাজন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশীদ পাপ্পু, পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা নান্নু, বিলমাড়ীয়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু,
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহমিদুর রহমান এবং সঞ্চালনায় আব্দুল মান্নান সাধারণ সম্পাদক প্রমুখ।