লালপুরে ভেল্লাবাড়ীয়া মাজার মসজিদের ঈদগা উদ্ধোধন করলেন এমপি বকুল
- আপডেট সময় : ০৩:৫৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
এস ইসলাম স্টাফ রিপোর্টার ও ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে উপজেলার ঐতিহ্যবাহী ভেল্লাবাড়ীয়া মাজার মসজিদের ঈদগা ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেন্বর) বিকালে ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রাহঃ) মাজার মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়ার) মাননীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম.মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর, প্রভাষক আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন হোসেন এবং অত মাজার মসজিদের সকল সদস্য বৃন্দি।
উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন অত মসজিদের ইমাম হাফেজ কারী মাওলানা মোঃ খাইরুলবাসর।