লালপুরে ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে মানসিক অবসাদে শিক্ষার্থী আত্মহত্যা
- আপডেট সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
লালপুরে ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে মানসিক অবসাদে শিক্ষার্থী আত্মহত্যা
নাটোরের লালপুরে এইচএসসি পাসের পর অনার্সে ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আকিবুর রহমান নিলয় নামের ২২ বছরের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার চংধুপইল ইউনিয়নের ধনঞ্জয় পাড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত আকিবুর রহমান নিলয় ওই গ্রামের ফান্টু ইসলাম ও আঙ্গুরা বেগম দম্পতির ছেলে। নিলয়কে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষনা করা হয়।
নিলয়ের চাচী মিনারা খাতুন বলেন, চাকরি করার সুবাদে দীর্ঘ ১০ বছর ধরে নিলয়ের বাবা-মা ঢাকায় থাকত। নিলয় দাদীর বাড়িতে থাকতেন। সে রাজশাহী শাহমখদুম কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় পাস করে। এইচএসসি পাসের পর দুই বছর ধরে নিলয় অনার্সে ভর্তির জন্য পরীক্ষা দিয়েও কোথাও চান্স পায়নি। সেকারনে সে মানসিক অবসাদগ্রস্থ ছিল। এছাড়াও সে আগে থেকেই কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনার দিন দুপুর ১২ টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করে নিজ ঘরে যায়। এর কিছু সময় পরে তার নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলতে দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) আমিনুল হক জানান, খবর পেয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের প্রাথমক সুরাৎহাল তৈরি করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর শনিবার (১৬ নভেম্বর) আকিবুর রহমান নিলয় এর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে শনিবার বিকেলে আসর নামাজের পরে নিলয়ের জানাজা শেষে সামাজিক গোরস্থানে তার দাফন সম্পূর্ণ হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।