লালপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপডেট সময় : ০৫:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার নগরকয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী (৭৫) আর নেই। তিনি বুধবার (২৪ নভেন্বর) ভোর ৪ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বাদ যোহর ভেল্লাবাড়ীয়া হযরত বাগু দেওয়ান (রাহঃ) মাজার মসজিদের ঈদগাহে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ রামকৃষ্ণপুর গোরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী মৃত্যুকালে এক স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন নাটোর পুলিশের একটি চৌকস দল।
এই সময় মরহুমের স্মৃতিচারণ করেন লালপুর-বাগাতিপাড়ার সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহম্মেদ সাগর, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা নাঈমুদ্দিন, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছেলে ইলিয়াস হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, দুড়দুড়িয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজিজুল আলম খান ও মোঃ কামাল উদ্দিন মুক্তার সহ ইউনিয়ন আথলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন লালপুর-বাগাতিপাড়ার সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।