লালপুরে বিলমাড়ীয়া কলেজে সূধী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টার ও ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে বিলমাড়ীয়া কলেজে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিলমাড়ীয়া কলেজ মাঠে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি ফজলুর রহমান, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম.মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর, প্রভাষক আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, বিলমাড়ীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম কাচ্চু, দুড়দুড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পলাশ, লালপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি আলতাফ হোসেন, বিলমাড়ীয়া কলেজের প্রভাষক আকবর হোসেন, আনিছুর রহমান, জিয়াউর রহমান সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
সূধী সমাবেশ শেষে প্রধান অতিথি ভেল্লাবাড়ী মাজার শরীফ এর ঈদগাহের ভিত্তি প্রস্তর স্থাপন করে।