লালপুরে বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল

- আপডেট সময় : ০২:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
লালপুরে বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের সমাবেশ মহাসমাবেশে রূপ নেয়। সমাবেশের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে পাশের বিল্ডিংয়ের ছাদ গুলোতেও লোকসমাগম দেখা যায়। শনিবার (২৮ জুন) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন।
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইয়াসির আরশাদ রাজন।
প্রধান অতিথি ইয়াসির আরশাদ রাজন তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন ৩১ দফার বাস্তবায়ন করতে আপনাদের সামনে হাজির হয়েছি।
রাজন তার বক্তব্যে আরও বলেন, “আজকের এই বিশাল জমায়েত প্রমাণ করে, লালপুরের মানুষ বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ। যারা দিন-রাত পরিশ্রম করে এই অনুষ্ঠান সফল করেছেন, তারাই বিএনপির প্রকৃত শক্তি।” বিএনপি এখন আরও ঐক্যবদ্ধ, আরও দৃঢ়প্রতিজ্ঞ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, থানা কৃষকদলের সভাপতি সাজ্জাদ হোসেন বিশু, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মুনসর রহমান, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিম, এবি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন রানা, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মাঈনুল হক বিপ্লব, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড ফিরোজ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহবায়ক মিলন আলী, বাগাতিপাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনছার আলী মন্ডল, বাগাতিপাড়া ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, লালপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সজিবুল ইসলাম সজীব প্রমূখ।
অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও গণমানুষের ব্যাপক অংশগ্রহণ, যা লালপুরের রাজনীতিতে নতুন বার্তা দেয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।