লালপুরে প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

- আপডেট সময় : ১১:৪০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ৩৬৭ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে কৃষি প্রনোদনার আওতায় প্রায় সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, লালপুর উপজেলার আয়োজনে ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান লাভলু, লালপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু,সদস্য ও লালপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভুইয়া।
উপজেলা উপ সহকারী কৃষি অফিসার উজ্জল কুমার পাল এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর আওয়ামীলীগের (একাংশের) সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের (একাংশের) সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরিফুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ৪ শত প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।