লালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
লালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১২টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রানিসম্পদ অধিদপ্তর কতৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সাংসদ ও নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল। উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আনছার ভি.ডি.বি কর্মকর্তা আরজু খাতুন, উপজেলা প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা হারুন ইসলাম, নুরুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মীর্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।
আয়োজকরা জানান উপজেলার খামারিরা ৩০টি স্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, পাঠাঁ, হাঁস-মূরগী প্রদর্শন করা হয়।