লালপুরে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানীকে হত্যা
- আপডেট সময় : ০১:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
লালপুরে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানীকে হত্যা
নাটোরের লালপুর উপজেলায় পাওনা টাকা চাওয়ায় আব্দুর সালাম (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার ৯৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কদমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই গ্রামের বাসিন্দা। এই এই ঘটনায় জড়িত থাকার দায়ে শাহেব আলী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, ৬ থেকে ৭ মাস আগে দোকান বাঁকীর টাকা চাওয়াকে কেন্দ্র করে নিহত আব্দুর সালামের সঙ্গে অভিযুক্ত আসামি শাহেব আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার আব্দুর সালাম তাকে চড়-থাপ্পর মারেন। এসময় আসামি শাহেব আলী দোকানদারকে হত্যার হুমকি দেন। এরই এব পর্যায়ে সোমবার দোকানে আব্দুর সালাম একা ঘুমিয়ে ছিলেন। রাতে শাহেব রাত দেড়টার দিকে ঘুমন্ত সালামকে ডেকে তোলেন। পরে শাহেব আলী তাকে রাস্তার ওপরে ধারালো অস্ত্র দিয়ে ঘারে এলোপাথাড়ি কুপিয়ে আহত করলে ঘটনাস্থলেই দোকানদার আব্দুর সালামের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আসামি শাহেব একজন মাদকাসক্ত বলেও জানান ওসি মোঃ নুরুজ্জামান।
ওসি আরো জানান, এ ঘটনায় আসামি শাহেবকে রাতেই আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।