লালপুরে নারী গুড় ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ২৩৬ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে ২১হাজার কেজি ভেজাল গুড় ও অস্বাস্থ্যকর ক্যামিকেল সংরক্ষণের অপরাধে আনোয়ারা বেগম (৪০) নামের এক নারী ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার রাতে উপজেলার মোহরকয়া গ্রামে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার ও র্যাব-৫ নাটোর সিপিসি-২এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন অভিযান চালিয়ে ২১ হাজার কেজি ভেজাল গুড় সহ অস্বাস্থ্যকর ক্যামিকেল জব্দ করে। এসময় ভেজাল গুড় তৈরি সহ অস্বাস্থ্যকর ক্যামিকেল সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই নারী ব্যবসায়ীর নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে। আদায়কৃত টাকা সরকারী কষাগারে জমা করা হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার বলেন, ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের সাথে যারা জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।