লালপুরে নজরুল নগর মডেল কলেজ একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
- আপডেট সময় : ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
লালপুরে নজরুল নগর মডেল কলেজ একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
নাটোরের লালপুরে ১কোটি ২০ লক্ষ্য টাকা ব্যয়ে নজরুল নগর ঘাটমোড়দহ মডেল কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এসময় নজরুল নগর কলেজের অধ্যক্ষ মোঃ ইনতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, লালপুর উপ সহকারী প্রকৌশলী মোঃ সেলিম রেজা, লক্ষনবাড়ীয়া চৌমুহনী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সালামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম নজরুল ইসলামের সহধর্মিণী বেগম ফজিলা নজরুল প্রমুখ।