লালপুরে দূর্গা উৎসব উপলক্ষে ৪২ টি মন্দিরে ত্রাণের চাউল বিতরণ
- আপডেট সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টার ও ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে নাটোরের লালপুরে ৪২টি মন্দিরে সরকারী ত্রাণের ২১ হাজার কেজি চাউলের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের মিলাতয়াতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর-১লালপুর -বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব মন্দিরের প্রতিনিধিদের হাতে ৫শ কেজি করে চাউলের বরাদ্দপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাম্মী আক্তার,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক গোলাম কাওসার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুলু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, লালপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন ভদ্র, সাধারণ সম্পাদক শ্রী স্বপন পাল প্রমুখ।