লালপুরে দাদার করা মামলার জেরে নাতিকে খুন!
- আপডেট সময় : ০২:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
লালপুরে দাদার করা মামলার জেরে নাতিকে খুন!
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
লালপুরে দাদার করা মামলার জেরে নাতিকে খুন! নাটোরের লালপুরে জমি সংক্রান্ত মামলার জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
পারিবারিক সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে সাকাত আলীর ছেলে জুয়েল আলী (৩০) কে ৩ মার্চ রাতে আনুমানিক ১০ টার সময় ধরে নিয়ে গিয়ে পায়ের রগ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে বাড়ির উত্তর পাশে মাঠের ভিতরে ফেলে রেখে যায়। ৪ মার্চ সকালে স্থানীয় লোকজন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুয়েল আলীর মামা আবুল কালাম জানান, জুয়েলের দাদা পলান প্রামাণিকের সাথে একই গ্রামের প্রতিপক্ষ আব্দুর রাজ্জাকের পুত্র সফি ইসলাম (৪০), শরিফুল ইসলাম (৩৫), বাদশার ছেলে আনারুল ইসলাম (৩২), খুশির ছেলে রায়হান (২৮) জমি জমা সংক্রান্ত একটি মামলা দীর্ঘদিন যাবৎ চলছিল। উক্ত মামলা জুয়েলের দাদা পলান প্রামাণিক গত মাসে ডিগ্রি পায়। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা এই হত্যার ঘটনা ঘটিয়েছে।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।