লালপুরে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

- আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
লালপুরে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নাটোরের লালপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সহ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুর রহমান, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খাজা ইলিয়াস হোসেন শামীম, গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল আলম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর এর লালপুর প্রতিনিধি সাহীন ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু প্রমুখ।
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।