লালপুরে ট্রেনের ধাক্কায় নিহত এক, আহত এক
- আপডেট সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
লালপুরে ট্রেনের ধাক্কায় নিহত এক, আহত এক
ফজলুর রহমান, চ্যানেল এ নিউজঃ
লালপুরে ট্রেনের ধাক্কায় নিহত এক, আহত এক। নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় রকি নামে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আরও একজন আহত হয়েছে।
রোববার (১৩ ফ্রেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার বিজ্ঞপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকি (২০) ওই উপজেলার চংধুপল ইউনিয়ের ইসলামপুর গ্রামের রেজার ছেলে এবং সাকিব একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
প্রতক্ষদর্শীরা জানান, দুই বন্ধু মোবাইল টিপতে টিপতে রেললাইন ধরে বাড়ি ফিরছিল। রাত ৮টার দিকে রাজশাহী গামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রকি ঘটনাস্থলেই মারা যায়। আর সাকিবের হাত বিছন্ন হয়ে যায়। আশাংকাজনক অবস্থায় সাকিবকে হাসপাতালে নেওয়া হয়। আব্দুলপুরে ট্রেন লাইনচুত্যের ঘটনায় অনিয়মিত লাইনে ট্রেন চলাচলে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন হতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম।