লালপুরে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ১০ম শ্রেণীর তিন শিক্ষার্থী নিহত

- আপডেট সময় : ১২:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৩২৩ বার পড়া হয়েছে
লালপুরে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ১০ম শ্রেণীর তিন শিক্ষার্থী নিহত
নাটোরের লালপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া-কদমচিলান গ্রামীণ সড়কের শেকচিলান এলাকায় এই মমার্ন্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদার ছেলে শ্রাবন মজুমদার, রতন মজুমদার ছেলে স্বপ্ন মজুমদার এবং সিংড়া এলাকার বিষ্ণ সরকারের ছেল বিধান সরকার। তারা সকলেই দশম শ্রেনীর শিক্ষার্থী এবং ১৬ বছর বয়সের ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ওয়ালিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা মোটর সাইকেলের সাথে সেকচিলান এলাকায় বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতের মোটর সাইকেল সহ মোটর সাইকেলের তিন আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় স্থানীয়রা ট্রাকটিকে উল্টিয়ে চাপা পড়া তিন মোটর সাইকেল আরোহীকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ট্রাকের নিচে চাপা পড়ে তারা তিনজনই ঘটনাস্থলে মারা যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান রাজু বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। তবে দুর্ঘটনা কবিলত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।