লালপুরে ট্রাক-অটোরিকশা সংষর্ষে ট্রাক ও অটোরিকশার চালক নিহত
- আপডেট সময় : ০৮:০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
লালপুরে ট্রাক-অটোরিকশা সংষর্ষে ট্রাক ও অটোরিকশার চালক নিহত
নাটোরের লালপুরে মালবোঝায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ২৩ বছর বয়সী ট্রাক চালক মোস্তাকিম শেখ এবং ৫৫ বছরের অটোরিকশা চালক আলফু নামের বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ দুই জন গুরুতর আহত হয়। মঙ্গলবার (২৬ নভেম্বরে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কদিমচিলান বাসস্ট্যান্ড এলাকার পাবনা-নাটোর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক আলফু ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে এবং নিহত ট্রাক ড্রাইভার মোস্তাকিম শেখ বাগের হাট জেলার মোড়লগন্জ থানার বলভদ্র পুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬ টার দিকে আলফু তার অটোরিকশায় যাত্রী নিয়ে ধানাইদহ কদিমচিলান বাসস্টান্ড থেকে নাটোর-পাবনা মহাসড়কে উঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝায় ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিকশা চালক আলফু। এ সময় ট্রাকে আটকা পড়ে ট্রাকের ড্রাইভার ও হেলপার। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের ড্রাইভার মোস্তাকিম শেখের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।