লালপুরে জামিন নামঞ্জুর করে আ’লীগের ১৭ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

- আপডেট সময় : ১২:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে
লালপুরে জামিন নামঞ্জুর করে আ’লীগের ১৭ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ
নাটোরের লালপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে জয় বাংলা শ্লোগান দেওয়া নিয়ে বিএনপি কর্মীদের সাথে আওয়ামীলীগের সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় আওয়ামীলীগের ১৭ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহম্পতিবার (১৯ জুন) দুপুরে এজাহার ভূক্ত ১৯ আসামি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হকের আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন জানায়। শুনানী শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭জনের জামিন নামুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী ,লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল।
উল্লেখ্য চলতি বছরের ৩১ মার্চ উপজেলা বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে গুলিবর্ষণের ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে সুজাত নামের এক বিএনপির কর্মী আহত হন। এঘটনায় আহতের বাবা আরজেদ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।