লালপুরে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

- আপডেট সময় : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ ৫৮১ বার পড়া হয়েছে
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে গলায়দড়ি দিয়ে রনি আলী (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার কালুপাড়া গ্রামের মোঃ রফিজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (১২ নভেন্বর) দুপুরের দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে কালুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, নিহত রনি তার স্ত্রীর উপর অভিমানে দুপুরে পরিবারের সকলের অঘোচরে অন্তর তার নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসি ও পরিবারের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ।
এব্যাপারে লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, খবর পেয়ে বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার স্ত্রীর সাথে মনোমালিন্য না হওয়ায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মৃতের পরিবার সূত্রে জানা যায় বলেও ওসি জানান। এঘটনায় লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।