লালপুরে এতিমদের মাঝে আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র কম্বল বিতরণ

- আপডেট সময় : ০৪:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
লালপুরে এতিমদের মাঝে আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র কম্বল বিতরণ
নাটোরের লালপুরে মাদ্রাসা ও এতিম খানার সকলের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৩নং চংধুপইল ইউনিয়নের শোভ মাষ্টার বাড়ি এলাকার মাদ্রাসা ও এতিম খানায় এই উপহার কম্বল বিতরণ করা হয়।
বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক কাউসার আলম সবুজ (নাবিক ও সমাজকর্মী) এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির ধর্ম উপদেষ্টা হাফেজ মাওলানা মমিনুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল মমিন, উপ প্রচার সম্পাদক শরিফ, সদস্য নাসির, ইজাবুলনসহ অন্যান্য সদস্য।
বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক কাউসার আলম সবুজ (নাবিক ও সমাজকর্মী) জানান, তারা বিভিন্নভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ান। তাদের সহযোগিতা করেন। এবারও শীতের শুরু থেকেই অসহায় দুঃস্থ ও এতিমদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ শোভ মাষ্টার বাড়ি মাদ্রাসা ও এতিম খানায় এই কম্বল উপহার হিসেবে দেওয়া হয়েছে। তাদের এমন মানবিক কাজ চলমান থাকবে বলেও জানান তিনি।