লালপুরে ঈশ্বরদী ইউনিয়ন আ’লীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়ন আ’লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাব হোসেন ঝুলফু।
সভায় বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাবেক ছাত্রলীগের নেতা অনুপ কুমার আচার্য প্রমূখ।
এ সময় ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা- কর্মী উপস্থিত ছিলেন।