লালপুরে ইউপি নির্বাচনে মানুষের প্রশংসায় ভাসছে প্রশাসন
- আপডেট সময় : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ৪৪৫ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসাছে নাটোরের ডিসি শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালপুর থানার অফিসার ইনর্চাজ ফজলুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা। গতকাল অনুষ্ঠিত হওয়া লালপুরে নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিরপেক্ষ ফলাফল ঘোষণায় খুশি তারা। বহুদিন পর মানুষ এমন সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে দেখলো লালপুর বাসী।
নাটোরের লালপুর গ্রাম ও হাট বাজার থেকে শুরুকরে শহরের চা স্টল সব জায়গাতেই এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা। প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতিজ্ঞা ভোট নিয়ে কথাবার্তা এবং বাস্ত ফলশ্রুতি নিয়ে সাধারণ মানুষের প্রশংসা সব মিলিয়ে হারিয়ে যাওয়া ভোটের ঐতিহ্য ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এমনকি যারা ভোট গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন এমন মানুষরও প্রত্যাশা করেন নি এতটা সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান ভোটের প্রতি মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল। এবারের নির্বাচন মানুষের আস্থা ফেরাতে কাজ করবে। একসময় যারা ভোট কারচুপি এবং পেশিশক্তির নির্বাচন নিয়ে গলা ফাটাতেন তারাই এখন কথা বলছেন উল্টো সুরে।
লালপুর উপজেলার নাগশোষা এলাকার আব্দুল খালেক জানান, আমরা খুব খুশি এমন ভালো ভোট হবার জন্য। ডিসি এসপি যে কথা বলেছিলো প্রথম তা বিশ্বাস করতে পারিনি। কিন্তু ভোটের পর আমাদের ধারণা পাল্টে গেছে। দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো করেন, হেদায়েত দান করেন।
দুড়দুড়িয়ার জামাল উদ্দিন জানান, ভোটের উপুর বিশ্বাস উঠ্যাই গেছিলো। কিন্তু এতো সুন্দর পরিবেশে ভোট স্বাধীনের পর আর দেখিনি। প্রশাসন ইচ্ছে করলে পারে তা আবার প্রমাণ করলেন। এসপি ডিসি ভালো ভুমিকা নেওয়ার জন্য এমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসময় তাদের ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, গতকাল লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা ৫টি, আওয়ামী লীগ বিদ্রোহী ৬টি এবং বিএনপি (স্বতন্ত্র) ৪টিতে বিজয়ী হয়েছে। বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে দুটি নৌকা, দুটি বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।
লালপুরে ১০টি ইউনিয়নে বিজয়ীরা ১নং লালপুর ইউনিয়ন মোঃ আবু বক্কর সিদ্দিক, আঃ লীগ মনোনীত (নৌকা), ২নং ঈশ্বরদী ইউনিয়ন আব্দুল আজিজ ( ঘোড়া), ৩নং চংধুপইল ইউনিয়ন মোঃ রেজাউল করিম, আঃ লীগ মনোনীত (নৌকা), ৪নং আড়বাব ইউনিয়ন মোঃ মোখলেছুর রহমান , আঃ লীগের সতন্ত্র (ঘোড়া), ৫নং বিলমাড়িয়া ইউনিয়ন মোঃ ছিদ্দিক আলী, বিএনপি সতন্ত্র (ঘোড়া), ৬নং দুয়ারিয়া ইউনিয়ন মোঃ নুরুল ইসলাম , আঃ লীগ মনোনীত (নৌকা), ৭নং ওয়ালিয়া ইউনিয়ন মোঃ নুরে আলম সিদ্দিকী , আঃ লীগের সতন্ত্র (ঘোড়া), ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন মোঃ তোফাজ্জল হোসেন , আঃ লীগের সতন্ত্র (আনারস), ৯নং অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন মোঃ গোলাম মোস্তফা , আঃ লীগের সতন্ত্র (আনারস), ১০নং কদিমচিলান ইউনিয়ন মোঃ আনছারুল ইসলাম, আঃ লীগের সতন্ত্র (ঘোড়া)।