লালপুরে ইউপি চেয়াম্যানের প্রার্থী’র পূজা মন্ডপ পরিদর্শন
- আপডেট সময় : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টার ও ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লালপুর উপজেলায় দুড়দুড়িয়া ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ৮নং ইউনিয়নের দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের প্রার্থী ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ জালাল আহম্মেদ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর, নওপাড়া, গোখুরাবাদ, পানপাড়া মন্দিরে শতাধিক গাড়ীবহর নিয়ে পরিদর্শন করেন ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতন সস্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন আথলীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মেদ।
জালাল আহম্মেদ বলেন, দূর্গাপূজা সুষ্ট সুন্দর উৎসবমূখী পরিবেশের মধ্যদিয়ে দেবী আরাধনা সমাপ্তী ঘটবে, আপনাদের পুজা মন্দির গুলোতে নিরাপত্তার জন্য কমিটি কর্তৃক সেচ্ছাসেবক টিম, গ্রাম পুলিশ সহ আনসার বাহিনী ও পুলিশ সদস্যরা আপনাদের পাশে থাকবে।
উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিটন মন্ডল, দুড়দুড়িয়া ৩নং ওয়ার্ড আথলীগের সভাপতি সেকেন্দার আলী, ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক আঃ সালাম, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রুবেল আহম্মেদ জয়, দুড়দুড়িয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সস্পাদক সাব্বির আহম্মেদ, আশরাফুর ইসলাম প্রমুখ।