লালপুরে আব্দুল মজিদ মাস্টার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট
- আপডেট সময় : ০৬:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল আব্দুল মজিদ মাস্টার স্মৃতি স্মরণে এর উদ্যোগে গোন্ড কাপ ব্যাডমিন্টন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রয়ারি) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল আব্দুল লতিফ মাস্টারের বাড়ির সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুনামেন্ট কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মাস্টারে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক আলী। বাংলাদেশ ছাত্রলীগে কার্যনির্বাহী সংসদ ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাইফুল সেন্টু, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, লালপুর উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক নুরুজ্জামান সরকার প্রমূখ।
উক্ত ফাইনাল খেলায় নাজমা কমপ্লেক্স লালপুর একাদশ ২-০ সেটে রাসেল ক্রিয়াচক্র গন্ডবিল একাদশকে পরাজিত করে জয় লাভ করে। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ইসাহক আলী।