লাভের সম্ভাবনা নিয়ে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু!
- আপডেট সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
লাভের সম্ভাবনা নিয়ে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লাভের সম্ভাবনা নিয়ে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু! এবারে লাভের সম্ভাবনা নিয়ে উত্তরবঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুরে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলটি ৯১তম আখ মাড়াই মৌসুম শুরু করেছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে মিলের আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, ইক্ষু গবেষণা কেন্দ্রের মহাব্যবস্থাপক ড. ওমর আলী, মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা, মেয়র রোকসানা মোর্তজা লিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা প্রমুখ।
স্বাধীনতার পর থেকে মিলটি লাভের চাইতে লোকসানের ঘানি টানতে হয়েছে বেশি ভাগ সময়। জানা যায়,মিলটিতে বিগত দিন গুলিতে প্রায় ৯শ কোটি টাকা লোকসান হয়েছে।এবার মিল কর্তৃপক্ষর কড়া নজরদারিতে পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াই বন্ধ থাকার কারণে লাভের সম্ভাবনা দেখছেন মিল কর্তৃপক্ষ।
সুগার মিল সূত্রে জানা যায়, এ বছর ৩৫৯ জন পাওয়ার ক্রাশার মালিককে ক্রাশার বন্ধ রাখার জন্য চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আখের মূল্য ২২০ টাকা মণ নির্ধারণ করা হয়েছে। কাংখিত আখ পেলে মিলটির লাভের মুখ দেখার আশা রয়েছে। ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে ১০৩ কার্যদিবসে ১ লাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬.৯০ ভাগ। উৎপাদিত চিনির মূল্য ধরা হয়েছে একশত পঞ্চাশ কোটি টাকা বলে জানা গেছে।