রাস্তায় আলু ফেলে আলু চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
রাস্তায় আলু ফেলে আলু চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি
রাস্তায় আলু ফেলে আলু চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন। আলু সংরক্ষণে কোল্ড স্টোর গুলোতে বস্তা প্রতি ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সড়কে আলু ফেলে মানববন্ধন কর্মসুচি পালন করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা।
২০ ফেব্রুয়ারি রোববার সকালে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে তারা।
এ সময় বক্তব্য দেন জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম।
বক্তারা বলেন, গেলবছর ৭০ কেজি আলুর বস্তায় ভাড়া ছিল ২৫০টাকা। এবছর হিমাগার মালিকরা ৫০ কেজির বস্তায় ভাড়া বাড়িয়ে নির্ধারণ করেছে ২৬০ টাকা। এতে ক্ষতির মুখে পরেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। অবিলম্বে এই ভাড়া প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।