রাসিক কার্যালয়ের সামনে ব্যবসায়ীর লাশ রেখে বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
রাসিক কার্যালয়ের সামনে ব্যবসায়ীর লাশ রেখে বিক্ষোভ
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর নিউমার্কেট এলাকায় নিহত ব্যবসায়ী রিয়াজুল ইসলামের লাশ রাসিক কার্যালয়ের সামনে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুর আড়াইটার সময় হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসী রাসিক কার্যালয়ের সামনে গিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
এদিকে ফুটপাত দখলকে কেন্দ্র করে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় রিয়াজুল ইসলাম (২৩) নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানয় সোমবার রাতেই নিহত রিয়াজুলের বাবা মধু শেখ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার আসামিরা হচ্ছেন রানা শেখ (৩০), তার ভাই রনি শেখ (২৬), নাইম (২৬), রিমন (২৪), নাইম (৩৫) ও অজ্ঞাত আরও ৭ জন।
এর আগে সোমবার (২১ মার্চ) রাত ৯টার দিকে এই নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলতে কেন্দ্র করে রিয়াজুলের দোকানে ঢুকে তাঁকে রড দিয়ে পিটিয়ে ও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এসময় রিয়াজুলকে বাঁচাতে গেলে তার ভাই রিংকুকেও কুপিয়ে আহত করা হয়। পরে রিয়াজুল ও রিংকুকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রিয়াজুলকে মৃত ঘোষণা করেন।