রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০২:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
নরসিংদীর রায়পুরায় আরিফুজ্জামান আরমান মোল্লা নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হওয়ায় ওই মামলা প্রত্যাহারে দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই ইউপি সদস্য ও এলাকার লোকজন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল কান্দাপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য আরমান বলেন, পারিবারিক ভাবে একটি ঘটনাকে কেন্দ্র করে তিন ভাইয়ের মধ্যে একটি ঝগড়া হয়। পরে ঘটনায় আমার নাম জড়িয়ে থানায় একটি মিথ্যা অভিযোগে মামলা করা হয়। এরপর মামলার বাদীর ছোট ভাইয়ের সাথে কথা বললে সে ভুল স্বীকার করে বলেন তার সৎ ভাই এটা করেছে, এটা ঠিক হয়নি। পরে ইউপি সদস্য ওই মামলা থেকে প্রত্যাহার চেয়ে সঠিক তদন্তের দাবী জানান।
অভিযোগকারীর ভাই শুক্কুর মিয়া বলেন, গত সপ্তাহে তিন ভাইয়ের মধ্যে পারিবারিক কলহে একটি ঝামেলা হয়েছিলো। এঘটনায় আমার বড় ভাই থানায় অভিযোগ করে। আমি এটার সমাধান চাই। আমার ভাই ভুল করেছে এটা। যেহেতু পারিবারিক সমস্যা আমরা ৩ ভাই আবার একসাথেই চলাফেরা করবো।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল বাসেত বাচ্চু, মরজাল ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ রাজিবুর রহমান রাজিব, সমাজ সেবক আলাউদ্দিন প্রধান, মোঃ তাজুল ইসলাম, মোঃ জামাল হোসেন স্থানীয় আরও লোকজন।