রায়পুরায় বন্দুক পরিষ্কারের সময় গুলি বের হয়ে যুবক আহত
- আপডেট সময় : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
রায়পুরায় বন্দুক পরিষ্কারের সময় গুলি বের হয়ে যুবক আহত
নরসিংদীর রায়পুরায় পুরনো একটি বন্দুক পরিষ্কার করার সময় গুলি বের হয়ে পায়ে লেগে নাদিম মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছে। আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক নাদিম মিয়া রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকার আরিফ মিয়ার ছেলে।
জানা যায়, চার বছর আগের পুরনো একটি পিস্তল পরিষ্কার করছিলো নাদিম। তখন হঠাৎ পিস্তলটি থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে। গুলিটি তার পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মফিজ বলেন, জানতে পেরেছি পুরনো একটি বন্দুক নিয়ে খেলা করার সময় গুলি বের গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।