রামের হাসপাতালে চলছে স্বাভাবিক কার্যক্রম
- আপডেট সময় : ১১:৩৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
রামের হাসপাতালে চলছে স্বাভাবিক কার্যক্রম
ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় রাজশাহীতে কোন প্রভাব পড়েনি। রাজশাহী মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চলছে চিকিৎসা কার্যক্রম। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর লক্ষীপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে দেখা গেছে, এখানে চিকিৎসাসেবা চলছে স্বাভাবিক ভাবে। বিভিন্ন যায়গা থেকে রোগীরা এসে জরুরী বিভাগের ডাক্তারদের দেখাচ্ছেন। তারা বিভিন্ন ওয়ার্ডে রোগীদের পাঠিয়ে দিচ্ছেন। কর্মবিরতির কোনো প্রভাব পড়েনি এই হাসপাতালে।
জরুরী বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, আমরা কোনো নির্দেশনা পায়নি। নির্দেশনা পেলে হয়তো কর্মবিরতিতে যাবো। কিন্তু এখনও আমাদের কিছুই জানানো হয়নি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজশাহী সভাপতি ডা. এবি সিদ্দিক বলেন, ঢাকায় চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন বলে শুনেছি। রাজশাহীতে এমন কোনো নির্দেশনা পাওয়া যায়নি। পাওয়া গেলে আমরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবো।
রাজশাহী প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান শাহ বলেন, ক্লিনিক-হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে কোনো চিকিৎসক কর্মবিরতি যায়নি। এখনও সবকিছু স্বাভাবিক ভাবে চলছে। গেলে তারা জানাবে। এখন পর্যন্ত কিছুই জানায়নি তারা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ বলেন, চিকিৎসরা কর্মবিরতি যাবে কি না সেই সিদ্ধান্ত এখনও নেয়নি। সিদ্ধান্ত নিলে তখন জানা যাবে। এখন পর্যন্ত হাসপাতালের সবকিছু স্বাভাবিক আছে। বর্হিবিভাগের ডিউটির সময় শেষ হওয়ায় চিকিৎসকরা