ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় খামার দিবসে আখচাষে আধুনিক পদ্ধতি ব্যবহারে গুরুত্বারোপ বাগাতিপাড়া থেকে ১১ বছরের শিশু শিমুল নিখোঁজ ঢাকায় ব্যবসায়ীকে নৃ শং স হ/ত্যা র প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে বিএনপির ৩১ দফা নিয়ে ব্যারিস্টার নওশাদ জমিরের জনসংযোগ পঞ্চগড়ে বিএম কলেজের অধ্যক্ষ দিলু কারাগারে বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় দুই পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা; ১ জনের মৃত্যু পঞ্চগড়ে তিনদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান মালিককে জরিমানা ঝিনাইগাতীতে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীদের মানববন্ধন সীমান্তবর্তী নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৬০ বোতল বিদেশী মদ জব্দ

রাবির সাবেক উপ-উপাচার্যসহ আ.লীগের ১৪৮ নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকের মামলা

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০৭:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবির সাবেক উপ-উপাচার্যসহ আ.লীগের ১৪৮ নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য এবং বর্তমানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহাসহ আওয়ামী লীগের ১৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। গত ১২ মে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় গুলি বর্ষণ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম, দলবদ্ধভাবে হত্যাচেষ্টা, পথরোধ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী সিজান। তিনি রাজশাহীর শাহমাখদুম থানার পবাপাড়া এলাকার বাসিন্দা মো. সুলতান সরদার ও মোসা. রেহেনা পারভিন দম্পতির সন্তান।

মামলার এজাহারে বলা হয়, গত ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সোয়া ১২টার দিকে সিজানের নেতৃত্বে সাত শতাধিক ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি মিছিল নিয়ে রাজশাহী শহরের দিকে রওনা দেন। লক্ষ্য ছিল ‘স্বৈরাচারী সরকার পতন’।
মিছিলটি বোয়ালিয়া থানাধীন খরবোনা সাঁকোর কাছে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর কার্যালয়ের সামনে পাকা রাস্তায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা চালান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা হ্যান্ড মাইকে ঘোষণা দেন যেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কেউ প্রাণে না বাঁচে। এরপর ৩ থেকে ৩৯ নম্বর আসামিরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নির্বিচারে গুলি চালাতে থাকেন। ৫ ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ৫ নম্বর আসামি আরমান আলীর কার্যালয়ের সামনে বাদী সিজানকে পেয়ে একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এতে সিজানের উভয় পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয় এবং তার বাম হাতের কুনইতেও আঘাত লাগে।

সিজান জানান, হামলার পর তিনি গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং তার শরীরে ২২টি সেলাই পড়ে। কিছুটা সুস্থ হওয়ার পর পরিবারের সদস্য ও সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে মামলাটি করেন।

মামলায় নাম উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশার ছেলে মাহমুদুর রহমান দ্বীপন ও রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া।

মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি কখনোই ঘটনাস্থলে ছিলাম না। হয়তো কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নাম মামলায় জড়িয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ১২ মে মামলাটি রেকর্ড করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবির সাবেক উপ-উপাচার্যসহ আ.লীগের ১৪৮ নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকের মামলা

আপডেট সময় : ০৭:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

রাবির সাবেক উপ-উপাচার্যসহ আ.লীগের ১৪৮ নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য এবং বর্তমানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহাসহ আওয়ামী লীগের ১৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। গত ১২ মে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় গুলি বর্ষণ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম, দলবদ্ধভাবে হত্যাচেষ্টা, পথরোধ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী সিজান। তিনি রাজশাহীর শাহমাখদুম থানার পবাপাড়া এলাকার বাসিন্দা মো. সুলতান সরদার ও মোসা. রেহেনা পারভিন দম্পতির সন্তান।

মামলার এজাহারে বলা হয়, গত ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সোয়া ১২টার দিকে সিজানের নেতৃত্বে সাত শতাধিক ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি মিছিল নিয়ে রাজশাহী শহরের দিকে রওনা দেন। লক্ষ্য ছিল ‘স্বৈরাচারী সরকার পতন’।
মিছিলটি বোয়ালিয়া থানাধীন খরবোনা সাঁকোর কাছে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর কার্যালয়ের সামনে পাকা রাস্তায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা চালান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা হ্যান্ড মাইকে ঘোষণা দেন যেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কেউ প্রাণে না বাঁচে। এরপর ৩ থেকে ৩৯ নম্বর আসামিরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নির্বিচারে গুলি চালাতে থাকেন। ৫ ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ৫ নম্বর আসামি আরমান আলীর কার্যালয়ের সামনে বাদী সিজানকে পেয়ে একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এতে সিজানের উভয় পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয় এবং তার বাম হাতের কুনইতেও আঘাত লাগে।

সিজান জানান, হামলার পর তিনি গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং তার শরীরে ২২টি সেলাই পড়ে। কিছুটা সুস্থ হওয়ার পর পরিবারের সদস্য ও সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে মামলাটি করেন।

মামলায় নাম উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশার ছেলে মাহমুদুর রহমান দ্বীপন ও রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া।

মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি কখনোই ঘটনাস্থলে ছিলাম না। হয়তো কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নাম মামলায় জড়িয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ১২ মে মামলাটি রেকর্ড করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।