রাবির শিক্ষার্থী হিমেলের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস
- আপডেট সময় : ০৮:২৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকে পিষ্ট হয়ে নিহত শিক্ষার্থী হিমেলের জানাজা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে মরদেহ গ্রামের বাড়ি নাটোরের পথে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে উপাচার্য নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
এর আগে এদিন সকাল সাড়ে নয়টার দিকে নিহত হিমেলর লাশ চারুকলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় হিমেলের সহপাঠিরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় হিমেল নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।