রানীশংকৈলে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ২৫১ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
চলমান মাসের আইনশৃঙ্খলা বিষয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শারদীয় দূর্গা
দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ই অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহা’র সভাপতিত্বে শারদীয় দুর্গোৎসবের সকল প্রস্তুতির বিষয় নিয়ে আইনশৃংখলার এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল মুক্তিযোদ্ধা হবিবর রহমান সাবেক ইউপি চেয়ারম্যান অমল কুমার রায় পূজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব সাধারণ সম্পাদক সাধন বসাক প্রমূখ।আইনশৃংখলা সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সরকারি দপ্তরের অফিসার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ ছাড়াও উপজেলার পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় চুরি ডাকাতি হত্যা বাল্যবিবাহ পুজা উদযাপন সহ চলমান মাসের উপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।