রানীশংকৈলে মহিলা কলেজে সপ্তাহ ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
রানীশংকৈলে মহিলা কলেজে সপ্তাহ ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নাজমুল হোসেন, নিজস্ব সংবাদদাতাঃ
রানীশংকৈলে মহিলা কলেজে সপ্তাহ ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন। ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় ২২ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর আয়োজন করেছে রানীশংকৈল মহিলা মহাবিদ্যালয় সপ্তাহ ব্যাপি এ খেলাধুলার শুভ উদ্বোধন করেন ডঃ প্রলয় মন্ডল সহকারী অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ, ভারত।
এসময় রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, প্রভাষক প্রশান্ত বসাক সহ অত্র কলেজের সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীগণ। এর আগে অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও গিতা পাঠ এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন অথিতীরা।