রানীশংকৈলে পা পিছলে নদীতে পড়ে একই দুই বোনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
রানীশংকৈলে পা পিছলে নদীতে পড়ে একই দুই বোনের মৃত্যু
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
রানীশংকৈলে পা পিছলে নদীতে পড়ে একই দুই বোনের মৃত্যু। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদী দেখতে গিয়ে পা পিছলে পড়ে সানজিদা আক্তার (১২) ও সুমনা আক্তার (৬) নামের দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর ময়মনসিংহ পাড়া গ্রামে ঘটেছে।
নিহত দুই বোন ওই গ্রামের শাহজাহান আলীর মেয়ে। তবে তার সবাই ঢাকা থাকতেন।
নিহতদের চাচার বরাত দিয়ে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (ওসি) এস এম জাহিদ ইকবাল আমাদের প্রতিনিধি কে জানান, কিছুদিন আগে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন। তিনি আরও বলেন, বৃহস্পতিবার অন্য শিশুদের সঙ্গে তারা কুলিক নদী দেখতে যায়। ঘটনাস্থলে গিয়ে পা পিছলে পড়ে যায় ছোট বোন সুমনা আক্তার। এসময় বড় বোন সানজিদা তাকে বাঁচাতে গিয়ে সেও নদীতে ডুবে যায়। সাথে সাথে উপস্থিত শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে নিহতদের চাচা তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।