রানীশংকৈলে টিসিবির পন্য বিতরনের কার্ড নিয়ে দূর্ভোগ
- আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ৩২ বার পড়া হয়েছে
রানীশংকৈলে টিসিবির পন্য বিতরনের কার্ড নিয়ে দূর্ভোগ
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রানীশংকৈলে টিসিবির পন্য বিতরনের কার্ড নিয়ে দূর্ভোগ। টিসিবির পন্য বিতরনে রানীশংকৈল পৌরবাসী চরম দূর্ভোগের স্বীকার হয়েছে।
ভোক্তাদের কাছে যানাজায়, পীরগঞ্জ ওমর ফারুক ট্রেডিং করর্পোরশনের ডিলার সম্প্রতি পৌরসভার টিসিবির পন্য বিক্রয় কার্যক্রমে উদ্ধোধনের সময় ভোক্তাদের কার্ড ২ টিই জমা নিয়ে পৌরসভার ভোক্তাদের চরম দূর্ভোগ ও হয়রানীর স্বীকার করেছেন কিন্তু নিয়ম অনুযায়ী একটি কার্ড ভোক্তার কাছে থাকার কথা ছিল।
এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুরের সাথে আজ ৪ এপ্রিল সোমবার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ডিলার একটি কার্ড নিবে আর একটি কার্ডে স্বাক্ষর নিয়ে খাতায় এন্ট্রি করে ভোক্তাদের হাতে থাকার কথা তবে টিসিবির তালিকায় ভোক্তাদে নাম থাকলেও কার্ড ভোক্তাদের হাতে নাই।
মেয়র আরো জানান এ বিষয়ে তিনি জানেননা তবে বিষয়টি আমি দেখছি। পৌরসভার এসব ভোক্তাদের টিসিবির পন্য ক্রয়ের সময় ২ টি কার্ড থাকে একটি ডিলারের কাছে জমা থাকে আর একটি কার্ড এন্ট্রি করে ভোক্তাদের নিকট দিয়ে দেওয়ার কথা থাকলেও তা ডিলার করছে না যেমন, ভোক্তাদের হাতে থাকা কার্ডটিও জমা নিয়ে চরম দূর্ভোগে ফেলেছেন। এ বিষয়ে ভোক্তাদের দাবী এরকম অনিয়মতান্ত্রিক ডিলারকে বাতিল করে ভোক্তাদের এই রমজান মাসে হয়রানির হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ করেছেন ভোক্তারা।