রানীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত
- আপডেট সময় : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৩২ বার পড়া হয়েছে
রানীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রানীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত।
ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে।
এ দিন দিবস টি উপলক্ষে বুধবার ২ মার্চ রানীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল১১ টায় একটি বর্নাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার নুরে আলম। বিশেষ অতিথি হিসেব উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, রানীশংকৈল প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার সহ প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী গণ।
এসময় বক্তারা বলেন, নিজের ভোট আমাদের নিজেকেই রক্ষা করতে হবে এবং নিজেকেই ভোটের প্রতি দায়িত্ববান হতে হবে। তাহলেই আমরা দেশ ও জাতিকে কে একটি ভালো ভোটার অধিকার উপহার দিতে পারবো।