রানীশংকৈলে এস এস সি ও সমমানের পরিক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৬৪ পরিক্ষার্থী
- আপডেট সময় : ০২:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ২০৯ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
গোটা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে ও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।গতকাল রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এস এস সি, দাখিল ও সমমানের কারিগরি পরীক্ষা।
প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি তে এসএসসি পরীক্ষা শুরু হলেও দীর্ঘ করোনার কারণে প্রায় ৯ মাস পরে পরিক্ষায় অংশ গ্রহণ করতে হলো শিক্ষার্থীদের। সারা দেশে (কভিড-১৯) এর টিকা চলমান থাকার কারণে করোনা সংক্রমণ কমে আসলেও সংক্ষিপ্ত আকারে সিলেবাসে এসএসসি, দাখিক ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করলো মাধ্যমিকের শিক্ষার্থীরা।
করোনা মহামারির কারণে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ভিন্ন ভাবে নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তারি ধারাবাহিকতায় রানীশংকৈল উপজেলা কয়েক টি কেন্দ্র ঘুরে দেখা গেছে পরিক্ষার্থীদের মুখে মাস্ক ও কেন্দ্রের প্রবেশ পথেই শরিরের তাপমাত্রা মাপা সহ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে প্রবেশ করতে হয়েছে নিজ নিজ কেন্দ্রে। রানীশংকৈল উপজেলায় এবার সাত টি কেন্দ্রে পরিক্ষা নেওয়া হয়।সাত টি কেন্দ্রে পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে শুরু হয় প্রথম দিনের পরিক্ষা। কেন্দ্র গুলোতে খোজ নিয়ে জানা গেছে প্রতিটি কেন্দ্রেই প্রায় পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলায় পদার্থ বিজ্ঞান বিষয়ে সাত টি কেন্দ্রে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হলো ২ হাজার ৫ শত ৪ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৬৪ জন।
রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৫ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুপস্থিত ৩ জন, বি এম কারিগরি কেন্দ্রে অনুপস্থিত ১৫ জন, আবাদ তাকিয়া মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত ২৩ জন এছাড়াও নেকমরদ সরকারি আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৫ জন নেকমরদ কুসুম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৪ জন, নেকমরদ কারিগর কেন্দ্রে ৯ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এবছর বিজ্ঞান বিভাগ থেকে ৩ টি বিষয় পরিক্ষার জন্য নিদ্ধারণ করা হয়েছে, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান অথবা উচ্চতর।অপর দিকে সাধারণ বিষয়ের উপর পরিক্ষা নেওয়া হবে ইতিহাস, ভুলোগ ও পৌরনীতি অথবা অর্থনিতি এই তিন টি বিষয়ের উপর এবার পরিক্ষা নেওয়া হবে।অপর দিকে আরো জানা গেছে প্রতিটি বিষয় পরিক্ষা নেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট করে।
অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে, নেকমরদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন জনান,শিক্ষার্থীদের মধ্যে অনেকে দরিদ্র পরিবারের সন্তান হওয়ার কারণে তারা বিভিন্ন কাজের সাথে জরিত হয়ে গেছে, এবং অনেক দরিদ্র পরিবারের কন্যা সন্তান আছে যাদের বিয়ে হয়ে গেছে। দীর্ঘ করোনার ছুটির কারণে তাই পরিক্ষায় তারা অংশ গ্রহণ করতে পারেনি। অপর দিকে রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা জানান আমারো একজন পরিক্ষার্থী মৃত্যু বরণ করায় পরিক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি।