রানীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকাল১১টায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়৷ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না৷বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিধ ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, উপজেলা মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, আবুল কাশেম, শরৎচন্দ্র, জিতেন্দ্রনাথ বর্ম্মন ও আবুল হোসেন, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও আলী শাহরিয়ার, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আঃ রহিম, মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার ও কুশমত আলী প্রধান শিক্ষক সোহেল রানা ও রুহুল আমিন সহকারি শিক্ষক আমিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ সভায় কোভিড-১৯ মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মটরসাইকেল চুরি রোধকল্পে আইনি ব্যবস্থা নিতে হবে, হাটবাজারের অতিরিক্ত টোল আদায় বন্ধ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর আলোচনা করা হয়৷ উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি)ইন্দ্রজিৎ সাহা৷