রাণীশংকৈল প্রেসক্লাব নির্বাচনের তফশীল ঘোষণা
- আপডেট সময় : ১২:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
গণতান্ত্রিক পন্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন করার লক্ষ্যে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৪ টায় নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রেসক্লাবের আহব্বায়ক সাংবাদিক আনিসুর রহমান বাকী, যুগ্ন আহব্বায়ক নুরুল হক ও যুগ্ন আহব্বায়ক খুরশিদ আলম শাওন।
নির্বাচনী তফশীলঃ
মনোনয়ন ফরম বিতরণের তারিখ ও সময়ঃ ২৩-১০-২০২১ শনিবার। সকাল ১০ টা হতে বিরতীহিন বিকাল ৪ টা পযন্ত। জমাদানের তারিখ ২৪-১০-২০২১ রবিবার সকাল ১০ টা হতে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের তারিখ ২৫-১০-২০২১ সোমবার সকাল দশটা হতে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত, মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২৭-১০-২০২১ বুধবার সকাল ১০ টা হতে বিরতীহিন বিকাল ৪ টা পর্যন্ত।
ভোট গ্রহণের তারিখ ০৪-১১-২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে প্রার্থীকে অবশ্যই পূরণকৃত মনোনয়ন ফরম জমা দানের সময় কর্মরত সংবাদপত্রের ইলেকট্রনিক মিডিয়ার বৈধ পরিচয় পত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে মনোনয়ন ফরম জমা দিতে হবে।