রাণীশংকৈল প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা

- আপডেট সময় : ০২:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈল প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল শিবদিঘী পৌর কাঁচাবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী রাণীশংকৈল প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬)’র তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি দুপুরে প্রেসক্লাবের হলরুমে নির্বাচন ২০২৫-২০২৬’র তফসিল ঘোষণা করেন রাণীশংকৈল প্রেসক্লাবের আহবায়ক ছবিকান্ত দেব। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক একে আজাদ ও সদস্য সচিব নাজমুল হোসেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি-২০২৫ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়নপত্র জমাদান ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা।
মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বেলা ২টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় এবং ভোটগ্রহণ হবে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
আগামী দ্বি-বার্ষিক নির্বাচনে রাণীশংকৈল প্রেসক্লাবের ২০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ২০২৫-২০২৬ গঠন করবেন। প্রসঙ্গত, ১৯৯৫ সালে রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠালাভ করে।