রাণীশংকৈল পৌর মাছ বাজারের স্তুপে দুর্গন্ধ; ব্যবসায়ীরা বলছে আমরা অবহেলিত
- আপডেট সময় : ০৩:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ২৬ বার পড়া হয়েছে
রাণীশংকৈল পৌর মাছ বাজারের স্তুপে দুর্গন্ধ; ব্যবসায়ীরা বলছে আমরা অবহেলিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রাণীশংকৈল পৌর মাছ বাজারের স্তুপে দুর্গন্ধ; ব্যবসায়ীরা বলছে আমরা অবহেলিত। মাছের বাজারের পাশেই হয়েছে ময়লার স্তুপ ও পৌর কাঁচা বাজারের গণ শৌচাগার।
এমন দৃশ্য দেখা মিলেছে ঠাকুরগাঁও রানীশংকৈল পৌরসভার শিবদিঘী কাঁচা বাজারে অবস্থিত নতুন মাছের বাজারটিতে। মাছের বাজারটির পাশেই রয়েছে শিবদিঘী কেন্দ্রীয় হাফেজিয়া মাদ্রাসা।আর সেই মাদ্রসার মসজিদে মুসুল্লিগণ নামাজ আদয় করতে গেলে যেন দম আটকে যাওয়ার মতোই অবস্থা।
ইতিমধ্যেই দৃগন্ধের কারণে মহা সড়কের উপর উপজেলা পোস্ট অফিসের সামনে সরিয়ে ফেলা হয়েছে মাছের বাজারটি।আর মাছের বাজারটির কারণে এখন সেখানে পথচারীদের চলাচলের নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছে বাজার কমিটি ও পৌরসভার নিয়মিত দেখ ভালের অভাবের কারণে এই অবস্থা হয়েছে বছর না পার হতেই।অনেকেই বলছেন শৌচাগার টি এখান থেকে অন্য কথাও সরিয়ে ফেললে খুব ভালো হয়। অপর দিকে এই ময়লার স্তুপ ও শৌচাগারের দৃগন্ধ বিভিন্ন বয়লার মুরগির ময়লা কাচাবাজের ময়লার জন্য মাদ্রাসার আবাসিক অনাবাসিক ছাত্রদের পড়ালেখায় ব্যাঘাত সহ অসুস্থ জনিত কারণে ভুগছে অনেকে।মাছ বাজারের পাশেই রয়েছে চা দোকান সহ নরসুন্দর দোকান তারা জানায় যদি পৌরসভার একটু ভালোভাবে দেখভাল করা হতো তাহলে এই রকম অবস্থা হতো না, এখানে আমরা পেটের দায়ে দোকান করি কিন্তু আমরা নিজেরাই ঠিকমতো বসে থাকতে পারি না তাহলে আমাদের দোকানের কাস্টমার কিভাবে আসবে নিয়মিত। এই দৃগন্ধের জন্য এখন আমাদের কাছে ঠিকমতো কাস্টমার আসতে চাইনা, আমরা এখানে অবহেলিত ভাবে ব্যবসা করে আসছি, তাহলে আমরা কিভাবে সংসার পরিচালনা করবো।তাই আমরা পৌরসভার মেয়রের কাছে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন বিষয় টি একটু সুনজরে দেখেন। এদিকে দেখা গেছে মাছের বাজারটি আধুনিক ভাবে গড়ে তুলতে নতুন করে বাজারটি নির্মাণ করা হয়েছে বছর খানেক আগে।কিন্তু এখনো উপরের ছাউনি দেওয়া হয় নি যে কারণে বর্ষাকালে একটু বৃষ্টি পড়লেই সেখানে ব্যবসায়ীরা পড়ে যাই চরম বিপাকে।
জানতে চাইলে পৌর বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন,পৌরসভা ঠিক মতো তদারকি করলে এবং নিয়মিত ময়লা গুলো পরিস্কার হলে এমন বেহাল অবস্থা হতো না বাজারের।
এবিষয়ে জানতে চাইলে, রাণীশংকৈল পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন মাছ বাজারের পাশেই একটি হোটেলের কারখানা রয়েছে সেটার ময়লা আসায় এই দৃগন্ধের কারণ,কিন্তু শৌচাগারের ময়লা ও পানির জন্য আলাদা টেংকি রয়েছে। হোটেল মালিক কে নিষেধ করে দেওয়া হয়েছে তিনি ময়লা আসা বন্ধ করে দিলেই আবার মাছের বাজারটি সেখানে বসবে।