রাণীশংকৈল ও হরিপুরে নৌকা ৬, বিদ্রোহী ৫টিতে বিজয়ী
- আপডেট সময় : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউনিয়নে বেসরকারিভাবে নৌকা প্রার্থী ৬টি ও বিদ্রোহী প্রার্থী ৫টিতে জয়ী হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টায় ফলাফল ঘোষণা করে জেলা নির্বাচন অফিস।
নির্বাচন অফিস সূত্র জানায়, রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। আর হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৩০ জন। ১১টি ইউনিয়নের ৯৯ ওয়ার্ডের ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন অফিসের সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী রাণীশংকৈল উপজেলা ৫টি ইউনিয়নে ১নং ধর্মগড় ইউনিয়নে নৌকার প্রার্থী আবুল কাশেম, ২নং নেকমরদ ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল নিয়ে আবুল হোসেন মাস্টার, ৩নং লেহেম্বা ইউনিয়নে নৌকার প্রার্থী আবুল কালাম, ৪নং কাশিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতিকুর রহমান বকুল এবং ৫নং রাতোর ইউনিয়নে নৌকার প্রার্থী বাবু শরৎচন্দ্র রায় জয়ী হয়েছেন।
হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ১নং গেদুরা ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী তরিকুল ইসলাম, ২নং আমগাও থেকে নৌকার প্রার্থী পাভেল তালুকদার, ৩নং বকুয়া থেকে নৌকার প্রার্থী আবু তাহের, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আহসান হাবিব, ৫নং হরিপুর ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম এবং ৬নং ভাতুড়িয়া থেকে নৌকার বিদ্রোহী প্রার্থী শাহজাহান জয়ী হয়েছেন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছে। কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশংসা করার মতো ছিল।