রাণীশংকৈলে ২৫ মার্চ এ মোমবাতি প্রজল্বন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ২৫ মার্চ এ মোমবাতি প্রজল্বন ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে ২৫ মার্চ এ মোমবাতি প্রজল্বন ও আলোচনা সভা অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালো রাত্রিতে বাংলার জনসাধারণের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেছে।উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে।পরে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপজেলা পরিশদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা সহকারী ভুমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা, থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার, পল্লি বিদুৎ জোনাল অফিসের ডি জি এম নেজামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকারসহ বিভিন্ন অফিসের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীগণ।
এসময় আলোচকরা বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী বর্বরোচিত হামলায় অসংখ্য নিরীহ মানুষর উপর হামলা চালায় এবং রাস্তায় নিরীহ মানুষদের হত্যা করে তারা রক্তের হোলি খেলায় মেতে উঠে।